প্রকাশিত: Thu, Mar 28, 2024 10:45 PM আপডেট: Mon, Jan 26, 2026 10:31 AM
[১]নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবো: আবুল কালাম আজাদ এমপি
নাটোর প্রতিনিধি: [২] নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা আমি তুলবো। এতটুকু অনিয়ম আমি করবোই।’
[৩] মঙ্গলবার লালপুর উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একজন সংসদ সদস্যের প্রকাশ্যে এমন বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে জেলাজুড়ে।
[৪] দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, একজন সংসদ সদস্য যদি প্রকাশ্য কোন অনুষ্ঠানে অনিয়ম দুর্নীতি করার ঘোষণা দেন তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। সংসদ সদস্যের এমন বক্তব্য তার সহকারী এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতিতে উৎসাহিত হবেন। এমপি যদি এক কোটি টাকা দুর্নীতি করতে চান তাহলে তার সহযোগীরা আরও কয়েক কোটি টাকা দুর্নীতি করে এমপি সেই টাকা তুলে দেবেন।
[৫] এটা একদিকে যেমন পরিষ্কারভাবে শপথের লংঘন অন্যদিকে নির্বাচনী বিধিরও লংঘন। নির্বাচনী ব্যয় অনুযায়ী একজন সংসদ সদস্য ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করতে পারেন না।
[৬] লালপুর উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, কিভাবে সংসদ সদস্য সকলের সামনে এমন কথা বললেন তা আমি জানি না। এমন কথাতে আমি নিজেও বিব্রত হয়েছি।
[৭] সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এ বিষয়ে জানান, 'ওটা এমন কিছু না। বক্তব্য দেয়ার সময় মজা করে আমি কথাটা বলেছি। ওটা সিরিয়াস কোন কথা নয়।’ বিষয়টা আপনারা সিরিয়াস ভাবে নেবেন না বলেও জানান তিনি। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট